ভেনেজুয়েলার সংকটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে ভুল পদক্ষেপ না নেওয়ার জন্য সতর্ক করেছে রাশিয়া। মস্কো জানিয়েছেন, এই পরিস্থিতিতে ওয়াশিংটনের কোনো ভুল সিদ্ধান্ত পুরো পশ্চিম গোলার্ধে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেলবাহী জাহাজগুলোর চলাচল বন্ধ করতে নৌ অবরোধ চালানোর নির্দেশ দেন। এর ফলে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। তবে ভেনেজুয়েলা জানিয়েছে, এই ঘোষণার পরও তাদের তেল রপ্তানি কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। তিনি নিয়মিত মস্কো সফর করেন এবং ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। এই প্রেক্ষাপটে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হোয়াইট হাউজকে পরিস্থিতি আরও জটিল না করার আহ্বান জানায় এবং এমন পদক্ষেপে বিরত থাকার অনুরোধ করে যা বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যেতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সংকট নিরসনে উত্তেজনা কমানো জরুরি এবং মাদুরো সরকারের প্রতি রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মস্কো এবং ভেনেজুয়েলার মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া রোধ করতে আঞ্চলিক সব দেশকে সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে।
