ফ্রান্সের আদালত এক নির্মম চিকিৎসকের বিরুদ্ধে চূড়ান্ত রায় দিয়েছে। বেসঁকন শহরে একজন প্রাক্তন অ্যানেস্থেটিস্টকে ইচ্ছাকৃতভাবে ৩০ জন রোগীকে বিষ প্রয়োগের দায়ে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ভয়াবহ এই ঘটনায় মারা গেছেন ১২ জন রোগী।

বিবিসির খবরে বলা হয়েছে, চিকিৎসক ফ্রেডেরিক পেচিয়ের রোগীদের ইনফিউশন ব্যাগে এমন এক পদার্থ মিশিয়ে দিতেন, যার কারণে তাদের হৃদরোগ ও রক্তপাতজনিত সমস্যা হতো। তার এই নৃশংসতার শিকার হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন মাত্র চার বছরের এক শিশু। আর সবচেয়ে বয়সী ছিলেন ৮৯ বছর বয়সী এক রোগী।

পেচিয়েরের ভয়ঙ্কর কর্মকাণ্ড প্রথম ধরা পড়ে আট বছর আগে। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত বেসঁকনের দুটি ক্লিনিকে অস্বাভাবিক হারে রোগীরা হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়ছিলেন। এই ধারাবাহিক ঘটনা তদন্তের সূত্রপাত ঘটায়।

তার প্রথম শিকার হিসেবে চিহ্নিত হয়েছেন স্যান্ড্রা সিমার্ড। তিনি স্পাইন সার্জারির সময় হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন। পেচিয়েরের হস্তক্ষেপে তিনি প্রাণে বেঁচে গেলেও পরে কোমায় চলে যান। ঘটনার রহস্য উদ্ঘাটন হয় যখন তার ইনফিউশন ব্যাগ পরীক্ষা করা হয়। তাতে পটাসিয়ামের মাত্রা সাধারণ ডোজের চেয়ে একশ গুণ বেশি পাওয়া যায়! এই শক তথ্যই পেচিয়েরের ভয়ানক অপরাধের পর্দা ফাঁস করে দেয়। দীর্ঘ তদন্ত ও বিচারের পর শেষ পর্যন্ত এই সাদা অ্যাপরনে দাগী সাব্যস্ত হয়েছেন।

 

news