ইরানের জনগণের সমস্যার সমাধান না হলে সরকার আরও বড় বিক্ষোভের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন সংসদ সদস্য মোহাম্মাদরেজা সাবাঘিয়ান।
মঙ্গলবার সংসদে তিনি বলেন, “গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ দেশের শাসকদের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে।”
তিনি আরও জানান, “মূলত জনগণের অসন্তুষ্টিই এসব পরিস্থিতির জন্ম দিয়েছে। সরকার ও সংসদের কর্মকর্তাদের দ্রুত এগিয়ে এসে সমস্যাগুলো সমাধান করতে হবে। অন্যথায় একই ঘটনা আরও বেশি তীব্রতা নিয়ে ঘটতে পারে।”
সাবাঘিয়ান ইরানের মধ্যভূমি অঞ্চলের প্রদেশ ইয়াজদের কেন্দ্রীয় অংশের কয়েকটি জেলার প্রতিনিধি।
এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (HRANA) জানিয়েছে, গতকাল সোমবার রাত পর্যন্ত বিক্ষোভে অন্তত ৬৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৫০৫ জন ছিলেন প্রতিবাদকারী, ১১৩ জন সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাতজন সাধারণ নাগরিক।
সংস্থাটি আরও জানায়, বিক্ষোভ শুরুর পর থেকে মোট ১০,৭২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
