ইরানের ইসলামী প্রজাতন্ত্রের শাসনবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নারী ও কিশোরীদের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই।
মালালা বলেছেন, অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া ইরানের এই বিক্ষোভকে নারীদের ওপর দীর্ঘদিন ধরে চাপিয়ে দেওয়া রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থেকে আলাদা করে দেখা যায় না। তার মতে, এই প্রতিবাদে শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে নারীদের স্বাধীনতায় লাগাম টানার বিরুদ্ধেও ক্ষোভ ফুটে উঠেছে। ইরানের মেয়েরাও তাদের মর্যাদাপূর্ণ জীবন চায়।
মালালা এক্স (পূর্বের টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্টে লিখেছেন, 'দশকের পর দশক ধরে ইরানের মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।' তিনি আরও লিখেছেন, 'নারীদের ওপর চাপিয়ে দেওয়া বিভিন্ন বিধিনিষেধ লিঙ্গভিত্তিক নিয়ন্ত্রণেরই অংশ। এগুলো পৃথকীকরণ, নজরদারি এবং শাস্তির মাধ্যমে কার্যকর করা হয়।'
তিনি জোর দিয়ে বলেন, ইরানের নারীরা কেবল চান যে তাদের কথা শোনা হোক এবং তারা যেন নিজেরাই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বাছাই করার অধিকার পান। সেই ভবিষ্যৎ গড়ে উঠতে হবে ইরানের নারীদের নেতৃত্বে, বাইরের কোনো শত্রু বা দমনকারী শাসকের হাতে নয়।
পোস্টের শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, 'ইরানের মানুষ ও মেয়েদের স্বাধীনতা ও মর্যাদার দাবির প্রতি আমি আমার সমর্থন জানাই। তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রয়েছে।'
মালালা এর আগেও ইরানের পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছেন। গত ডিসেম্বরে তিনি নরওয়েজিয়ান নোবেল কমিটির সাথে একাত্মতা প্রকাশ করে ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী নারগেস মোহাম্মাদির গ্রেপ্তারের নিন্দা জানিয়েছিলেন।
