ইয়েমেনে সর্ববৃহৎ সামরিক কুচকাওয়াজ; নতুন ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন

 

ইয়েমেনের আল-হুদায়দা প্রদেশে বিমান ও নৌ বাহিনীর সামরিক কুচকাওয়াজে নতুন ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করা হয়েছে। এবারের সামরিক কুচকাওয়াজকে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ বলা হচ্ছে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী ভূমি থেকে সাগরে নিক্ষেপযোগ্য দু'টি ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করেছে। এগুলো হলো- ফালিক-১ এবং আল মান্দাব-২। এসব ক্ষেপণাস্ত্রের সাহায্যে আশেপাশের সাগরে শত্রুর অবস্থানে হামলা চালাতে পারবে দেশটির সামরিক বাহিনী।

তবে ক্ষেপণাস্ত্র দু'টির পাল্লা উল্লেখ করা হয়নি। গতরাতে হুদায়দা প্রদেশে দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামরিক কুচকাওয়াজ ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে সবচেয়ে প্রভাবশালী সংগঠন হুথি আনসারুল্লাহ'র মহাসচিব আব্দুল মালিক বদরউদ্দিন আল হুথি বলেছেন, শত্রুদের ইয়েমেন দখলের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

 

 

বদরউদ্দিন আল হুথি আরও বলেন, ইয়েমেনের যুদ্ধ-প্রস্তুতি এখন সর্বোত্তম পর্যায়ে রয়েছে। ইয়েমেনিদের সামরিক কুচকাওয়াজগুলো থেকেও এই বার্তাই পাওয়া যাচ্ছে যে, সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দৃঢ় প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনী আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা রেখে সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। এ সময় ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল মাশাতও উপস্থিত ছিলেন। তিনি বলেন, শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধের ফলে আজ সামরিক বাহিনী উচ্চ অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে .খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news