আইএইএ-কে শর্ত দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র নানা তৎপরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, ইরানের কাছে এটা গ্রহণযোগ্য নয়।

তিনি মার্কিন গণমাধ্যম আল-মনিটরকে দেওয়া সাক্ষাৎকারে আজ (মঙ্গলবার) এ কথা বলেছেন। তিনি আরও বলেন, ইরান আইএইএ'র প্রশ্নগুলোর উত্তর দিতে প্রস্তুত, তবে আইএইএ-কে তার ট্যাকনিক্যাল বা কারগরি দায়িত্বে ফিরে যেতে হবে। আইএইএ যদি তার জন্য নির্ধারিত দায়িত্ব তথা কারিগরি দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে ইরান এই সংস্থার সঙ্গে সহযোগিতা বাড়াবে বলে জানান আমির আব্দুল্লাহিয়ান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ যে ভুলটি করেছে তাহলো তারা পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনা চলার একই সময়ে ইশতেহার পেশ করেছে।

আব্দুল্লাহিয়ান বলেন, বিশ্বের দুই শতাংশ পারমাণবিক তৎপরতা চালাচ্ছে ইরান এবং সেই তৎপরতারও শান্তিপূর্ণ। কিন্তু আইএইএ গোটা বিশ্বে সব মিলিয়ে যত পরিদর্শন কাজ চালায় তার ৩৭ শতাংশই চালাচ্ছে ইরানে।

ইরানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপনের কাজটি ত্যাগ করতেও আইএইএ'র প্রতি আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
খবর পার্সটুডে/২০২২/এনবিএস/একে

news