২৮৭ ব্রিটিশ এমপির ওপর নিষেধাজ্ঞা দিল রাশিয়া

ব্রিটেনের ২৮৭ জন এমপির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এর ফলে এসব এমপি রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। ইউক্রেনে রাশিয়ার  সামরিক অভিযানের প্রেক্ষাপটে সম্প্রতি ব্রিটেন রাশিয়ার বহু সংখ্যক আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তার  জবাবে এই ব্যবস্থা নিল মস্কো।
বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ১১ মার্চ ব্রিটিশ সরকার রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার ৩৮৬ জন সদস্যকে নিষেধাজ্ঞার তালিকায় আনার জবাবে ব্রিটিশ হাউজ অব কমন্সের ২৮৭ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।  

বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটেনের যেসব এমপি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে খুবই সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদেরকে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আনা হয়েছে। এসব ব্যক্তিই ‘ভিত্তিহীন রাশিয়াভীতি’ ছড়িয়ে দিতে ভূমিকা পালন করে আসছেন।

 রাশিয়া যাদেরকে নিষেধাজ্ঞার তালিকায় এনেছে তাদের অন্যতম হলেন- হাউজ অব কমন্সের স্পিকার লিন্ডসে হোলি, ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী জ্যাকব রিস-মগ এবং পরিবেশ বিষয়ক মন্ত্রী জর্জ ইউসটিস। বিরোধী লেবার দলেরও এমপিরাও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। ব্রিটিশ হাউজ অব কমন্সের মোট সদস্য সংখ্যা ৬৫০। খবর পার্সটুডের /এনবিএস/২০২২/একে

news