পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা বন্ধ হয়ে যায়নি: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত আলোচনার দরজা এখনও বন্ধ হয়ে যায়নি। তিনি গতকাল (মঙ্গলবার) ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

বৈঠকে ইরানের পররাষ্ট্র বিষয়ক সর্বশেষ ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা হয় বলে সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “আলোচনার দরজা এখনও খোলা রয়েছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখনও পাশ্চাত্যের সঙ্গে বার্তা আদান-প্রদান হচ্ছে।”

তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতা করে পরমাণু আলোচনাকে একটি চূড়ান্ত রূপ দেয়ার জন্য ওমান সরকার ব্যাপক আগ্রহ দেখিয়েছে।” ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওমানের সুলতান এ ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে শিগগিরই তেহরান সফরে আসার কথা ঘোষণা করেছেন।

ইরানের সঙ্গে আমেরিকার বন্দি বিনিময় নিয়েও কথা বলেন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, বন্দি বিনিময়ের বিষয়টিকে তেহরান মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এবং এ বিষয়েও মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করছে। আমেরিকার কারাগারে আটক ইরানি বন্দিদের দেশে ফিরিয়ে আনার স্বার্থে ওয়াশিংটনের একই ধরনের দাবি মেনে নিতে তেহরান প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
খবর পার্সটুডে/ এনবিএস/২০২৩/একে

news