দক্ষিণ কোরিয়ার জন্মহার হ্রাস পেয়ে নতুন রেকর্ড

দক্ষিণ কোরিয়া গত বছর মা-প্রতি সন্তানের সংখ্যা আরও হ্রাস পেয়েছে। ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার নারীদের মাথাপিছু সন্তান নেয়ার সংখ্যা ছিল ০.৭৮ টি। এর আগের বছর এই হার ছিল ০.৮১ টি।

অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) সদস্য দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার জন্মহার সবথেকে কম। ২০২০ সালে ওইসিডিভুক্ত দেশগুলোর গড় জন্মহার ছিল ১.৫৯। যুক্তরাষ্ট্রের এই হার ১.৬৪ এবং জাপানের ১.৩৩। সন্তান গ্রহণ বৃদ্ধিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে কোরিয়া সরকার। খরচ করা হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার। দেয়া হচ্ছে নানা ভর্তুকিও। কিন্তু তার পরেও পরিস্থিতি খারাপ হয়েই চলেছে।

২০২০ সালে পর্যন্ত দক্ষিণ কোরিয়া ছিল ওইসিডিভুক্ত একমাত্র রাষ্ট্র যাদের জন্মহার এক এর কম ছিল।  সেই অবস্থা এখন আরও খারাপ হয়েছে। তুলনামূলক রক্ষণশীল দক্ষিণ কোরিয়ায় শিশু জন্মের জন্য বিয়ে এখনও অন্যতম পূর্বশর্ত। কিন্তু বাড়ি ও শিক্ষার খরচ আকাশ ছোঁয়ায় বিয়ের প্রবণতা কমে গেছে দেশটিতে। এরমধ্যে সবথেকে খারাপ অবস্থা রাজধানী সিউলের। সেখানে নারীপ্রতি সন্তান জন্মহার কমে ০.৫৯টিতে দাঁড়িয়েছে।

এনবিএস/ওডে/সি

news