থরথর করে কাঁপল মাটি, পৃথিবী যেন দু’ভাগ হয়ে যাচ্ছে’, অভিশপ্ত সোমবারেই আতঙ্ক ফিরল তুরস্কে


৪৭ হাজার মানুষের মৃত্যু। বাড়িঘর আর বিশেষ অবশিষ্ট নেই তুরস্কে (Turkey)। উদ্ধারকাজ এখনও চলছে। এখনও ধ্বংসস্তূপ থেকে মাঝেমধ্য়ে প্রাণের স্পন্দন খুঁজে পাচ্ছেন উদ্ধারকারীরা। বিভীষিকার শেষ হল ভেবে যখন তুরস্কবাসী (Turkey) স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তখন আবারও ফিরে এল সেই চেনা আতঙ্ক। আবারও দুলে উঠল চারদিক, থরথর করে কাঁপল মাটি। হুড়মুড়িয়ে ভাঙল বাড়িঘর। ফাটল ধরল ভূমিতে। শক্তিশালী ভূমিকম্প (Earthquake) ফের জানান দিয়ে গেল বিপদ কাটেনি এখনও।
 সোমবার সন্ধ্যায় আবারও কেঁপে উঠল তুরস্ক-সিরিয়ার সীমান্ত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। এই কম্পনের কেন্দ্রস্থল দক্ষিণ তুরস্কের আন্তাকিয়া শহর। সিরিয়া, মিশর এবং লেবাননেও কম্পন বোঝা গেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূতত্ত্ব কেন্দ্র জানিয়েছে, মাটি থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে কম্পনের উৎসস্থল ছিল।

গতকাল সন্ধেয় যখন আচমকা কেঁপে উঠল চারদিক তখন বিপদ বুঝেই শরণার্থী শিবিরগুলি থেকে লোকজন বাইরে বেরিয়ে আসেন। সন্তান কোলে দৌড়োদৌড়ি শুরু করেন অনেকে। এর ঘণ্টাখানের মধ্যে ফের একবার কম্পন অনুভূত হয়। তার মাত্রা ছিল ৫.৮। 
গায়ে তারপিন তেল ঢেলে লিভ-ইন সঙ্গীকে জ্যান্ত জ্বালিয়ে দিল যুবক, দিল্লিতে ফের নৃশংস হত্যাকাণ্ড
হাতায়ের মেয়র লুৎফু সাভাস জানিয়েছেন, নতুন করে ভূমিকম্পে ফের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে. ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে রয়েছেন। সোমবার তিন জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা ৬০০-র বেশি। এর মধ্যে সামানদাগে এক জনের মৃত্যু হয়েছে। 
দু’সপ্তাহ আগের ভয়াবহতা এখনও কাটেনি। ধ্বংসস্তূপ জমা হয়ে থাকা শহর ছেড়ে বর্তমানে মধ্য আন্তাকিয়ায় একটি পার্কে তাঁবু খাটিয়ে রয়েছেন কিছু মানুষ। তাঁদের মধ্যে থেকে মুনা আল ওমর সোমবারের ভূমিকম্পের সময় পার্কেই ছিলেন। সাত বছরের ছেলেকে বুকে জড়িয়ে তিনি বলেন, ‘‘মনে হচ্ছিল, পায়ের নীচের মাটি দু’ভাগ হয়ে যাচ্ছে, পৃথিবী বুঝি দু’ভাগ হয়ে গেল।’’
এরকমই এক সোমবার ভোর সাড়ে ৪ টে নাগাদ দফায় দফায় দুলে ওঠে তুরস্ক-সিরিয়া। তার প্রতিঘাত এখনও বয়ে বেড়াচ্ছে দুই দেশ। দু’টি দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ৪৬ হাজার পেরিয়েছে। ধ্বংসস্তূপের নীচে যে আরও কত হাজার মানুষ চাপা পড়ে রয়েছেন, তার কোনও হিসেবই নেই। হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ক্ষত শুকিয়ে উঠতে না উঠতেই ফের আরও দুটি ভূমিকম্প নাড়িয়ে দিল তুরস্ক-সিরিয়াকে। আরও এক সোমবারেই।


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

news