নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ সম্পর্কে বাইডেন 'মিথ্যা' বলেছেন 
 
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গোপনে নর্ড স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন যাতে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে জার্মানি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে পিছপা না হয়। আফশিন রেতানসির শো 'গোয়িং আন্ডারগ্রাউন্ড'-এ একথা বলেছেন মার্কিন কিংবদন্তি অনুসন্ধানী সাংবাদিক সেইমুর হার্শ।

চলতি মাসের শুরুতে নর্ডস্ট্রিম পাইপলাইনে হামলার ঘটনার ওপর বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন এ সাংবাদিক। এক প্রতিবেদনে হার্শ দাবি করেন, বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহের জন্য নির্মিত পাইপলাইনে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সংঘটিত বিস্ফোরণের পেছনে আমেরিকা ও নরওয়ে জড়িত ছিল। ওয়াশিংটন এই বিস্ফোরণের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে সাংবাদিকের হার্শের দাবিকে "কাল্পনিক" বলে অভিহিত করেছে।
হার্শ অবশ্য তার কথায় অটল রয়েছেন। তিনি বলেছেন, বাইডেন ‘মিথ্যা কথা’ বলছেন এবং ‘নিজের অনুমোদিত ঘটনা সম্পর্কে সত্য বলছেন না’। 

সাংবাদিক হার্শ পাইপলাইনে বিস্ফোরণের এই ঘটনাকে ভিয়েতনাম এবং ইরাক যুদ্ধে ওয়াশিংটনের জড়িয়ে পড়ার ঘটনার সাথে তুলনা করেছেন। তিনি বলেন, আমেরিকার উদ্দেশ্য ছিল-ন্যাটোর প্রতি ইউরোপের সমর্থন অব্যাহত রাখা এবং রাশিয়ার বিরুদ্ধে চলমান সুস্পষ্ট প্রক্সি যুদ্ধে অস্ত্র সরবরাহ নিশ্চিত করা।
খবর পার্সটুডে/এনবিএস/২০২/একে

news