ট্রান্সনিস্ট্রিয়ায় হামলাকে রাশিয়ার ওপর হামলা বলে বিবেচনা করা হবে: মস্কো

রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মোলদোভার বিচ্ছিন্ন অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়ায় মোতায়েন রুশ শান্তিরক্ষী বা নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করা হলে তাকে রাশিয়ার ওপর হামলা বলে বিবেচনা করা হবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) জানিয়েছে, ইউক্রেন তার ট্রান্সনিস্ট্রিয়া সীমান্তে বিপুল সংখ্যক সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে। এ সম্পর্কে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেন, আমেরিকা অথবা কোনো ন্যাটো সদস্য দেশ যদি ট্রান্সনিস্ট্রিয়ায় কোনো ধরনের হটকারি পদক্ষেপ নিতে যায় তাহলে তার পরিণতি হবে মারাত্মক।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো এবং তাদের ইউক্রেনীয় ভৃত্যদেরকে তাদের পরবর্তী বেপরোয়া আচরণের ব্যাপারে সতর্ক করে দিচ্ছি।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়া যখন কূটনৈতিক উপায়ে চলমান সংকটের সমাধান করার চেষ্টা করছে তখন কিয়েভ সরকারের যেকোনো উস্কানির উপযুক্ত জবাব দেয়ার ব্যাপারে রাশিয়ার সশস্ত্র বাহিনীর সামর্থ্যের ব্যাপারে কেউ যেন সন্দেহ পোষণ না করে।

ইউক্রেন ও রোমানিয়ার মধ্যবর্তী দেশ মোলদোভার রুশপন্থিদের নিয়ন্ত্রিত সরু অঞ্চলটি আন্তর্জাতিকভাবে মোলদোভারই অংশ বলে স্বীকৃত। তবে ১৯৯২ সালের এক সংক্ষিপ্ত যুদ্ধের পর এটি একটি বিচ্ছিন্নতাবাদী প্রজাতন্ত্র হিসেবে অনেকটা স্বাধীনতা ভোগ করে আসছে। রুশপন্থি অস্ত্রধারীরা এটির নাম দিয়েছেন প্রিডনেস্ট্রোভিয়ান মোলদোভিয়ান রিপাবলিক বা পিএমআর। মোলদোভা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকে সেখানে রুশ সেনা মোতায়েন রয়েছে।

সম্প্রতি রাশিয়া প্রত্যয় ব্যক্ত করে বলেছে, মোলদোভার বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চলটিতে অবস্থানরত রুশ নাগরিক, শান্তিরক্ষীৗ সামরিক বাহিনীর সদস্যদের যেকোনো মূল্যে রক্ষা করবে মস্কো।
খবর পার্সটুডে/এনবিএস/২০২/একে

news