যুব গেমসে আরচারিতে রাজশাহীর আধিপত্য
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে আরচারি তরুণ রিকার্ভ একক ইভেন্টে রাজশাহী বিভাগের সাগর ইসলাম স্বর্ণপদক জয় করেছেন। একই বিভাগের আব্দুর রহমান আলিফকে ৬-৪ ব্যবধানে পরাজিত করে স্বর্ণপদক জয় করেন সাগর।
বালিকা রিকার্ভ একক ইভেন্টে খুলনা বিভাগের জ্যোতি রানী ৭-১ ব্যবধানে রাজশাহী বিভাগের উর্মি খাতুনকে পরাজিত করে স্বর্ণপদক লাভ করে। বালক রিকার্ভ দলগত ইভেন্টে রাজশাহী বিভাগ (আব্দুর রহমান আলিফ, রিয়াদ আহমেদ, সাগর ইসলাম) ৬-০ স্কোর ব্যবধানে ঢাকা বিভাগকে (মাহমুদুল আলম রাফি, মোস্তাকিন অমি, নিলয় মোল্লা) ব্যবধানে পরাজিত করে স্বর্ণপদক লাভ করে।
বালিকা রিকার্ভ দলগত ইভেন্টে খুলনা বিভাগ (জ্যোতি রানী, জান্নাতুল ফেরদৌস, ফারজানা আখতার জ্যোতি) ৫-১ স্কোর ব্যবধানে ঢাকা বিভাগকে (সুমাইয়া সুলতানা বীথি, ফাহমিদা সুলতানা নিশা, সুমাইয়া আক্তার) পরাজিত করে স্বর্ণপদক লাভ করে।
মিশ্র দলগত রিকার্ভ ইভেন্টে চট্টগ্রাম (ইউ মাই চিং মারমা, আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি) ৬-২ স্কোর ব্যবধানে ঢাকা বিভাগকে (ফাহমিদা সুলতানা নিশা, নিলয় মোল্লা) পরাজিত করে স্বর্ণপদক জয় করে।
এনবিএস/ওডে/সি

