টেস্ট ক্যারিয়ারের মুশফিকের দশম সেঞ্চুরি

সাকিবের ভাগ্য খারাপ। শতকের কাছাকাছি পৌঁছে আউট হয়ে গেছেন। ৯৪ বল খেলে ৮৭ রান করে ১৩ রানের আক্ষেপ নিয়ে বিদায় নেন তিনি। তবে তার সতীর্থ মুশফিকুর রহিম সে ভুল করেননি। তিনি তুলে নিয়েছেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি।

বুধবার সকাল ১০টায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। প্রথম দিনে আয়ারল্যান্ড ২১৪ রানে অলআউট হলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

দ্বিতীয় দিনে এসে সেঞ্চুরির দেখা পেলেন মুশফিকুর রহিম। তিনি ১৩৫ বল থেকে নিজের দশম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। সেঞ্চুরি হাঁকানো ইনিংসে ১৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন মুশফিক। শেষপর্যন্ত ১৬৬ বলে ১২৬ রান করে আউট হন তিনি।

এদিন শুরুতে মুমিনুলকে হারিয়ে চাপে পড়লেও হাল ধরেন সাকিব ও মুশফিক। দুজনে মিলে ১৮৮ বলে ১৫৯ রানের জুটি গড়েন। এতে শুরুর ধাক্কাটা বেশ ভালোভাবেই সামাল দেয় বাংলাদেশ।

তবে আক্ষেপটা থেকে যায় অন্য জায়গায়। ৯৪ বলে ১৪টি চার হাঁকানো সাকিব আউট হন ৮৭ রানে। দলীয় ১৯৯ রানে অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে উইকেটরক্ষক লরকান টাকারের হাতে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক।

এনবিএস/ওডে/সি

news