এশিয়ান গেমসের উইকেট তৈরি করতে চীন যাবে গামিনি সিলভা

 চলতি বছরে সেপ্টেম্বরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চীনের হাংঝুতে। এশিয়ান গেমসে বাংলাদেশের বড় ইভেন্ট হলো ক্রিকেট। নারী এবং পুরুষ দুই ক্রিকেট গেমস থেকে পদকও পায় বাংলাদেশ। ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমস থেকে স্বর্ণপদক জিতেছিলেন ফয়সাল হোসেন ডিকেন্সরা।

২০১৪ সালে ইনচোন গেমসে বৃষ্টির কারণে টসে ব্রোঞ্জপদক জিতেছে। এশিয়ান গেমস চীনে ফেরায় ক্রিকেট থেকে আবার স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। গেমসে ক্রিকেট ইভেন্টের উইকেট সম্পর্কে আগে থেকেই একটা ধারণা পেয়ে যাবেন ইমার্জিং দলের ক্রিকেটাররা।

কারণ বিসিবির শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভা সম্পৃক্ত থাকছেন গেমসের উইকেট তৈরিতে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে চীনে উইকেট পর্যবেক্ষণে গেছেন তিনি। সবকিছু দেখে প্রয়োজনীয় নির্দেশনাও দেবেন গামিনি।

এনবিএস/ওডে/সি

news