পিএসজিকে বিদায় বললেন মেসি

এতোদিন পিএসজি ছাড়ার ব্যাপারে অনেক কথাবার্তা হয়েছে লিওনেল মেসিকে নিয়ে। আর্জেন্টাইন নিজে কিছু বলেননি। পিএসজি হয়ে শেষ ম্যাচ খেলার আগে নিজেই পিএসজি কে বিদায় বললেন নিজ মুখে।

পিএসজির এক বিবৃতিতে তিনি বলেছেন, 'এই ক্লাব, প্যারিস শহর এবং শহরবাসীকে গত দুবছরের জন্য ধন্যবাদ। সবার মংগল হোক।'

মেসিকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে পিএসজি চেয়ারম্যান বলেন, 'মেসির মতো ব্যালন ডি'অর জয়ীকে পাওয়া যে টানা দুটি লিগ ওয়ান শিরোপা এনে দিয়েছে পিএসজি কে তরুণ প্রজন্মের জন্য অনেক অনুপ্রেরণার। তার সাফল্য কামনা করি।'

ক্লেমর ভুতের বিপক্ষে ম্যাচ দিয়ে ২২ মাসের পিএসজি অধ্যায় শেষ হচ্ছে। বার্সেলোনায় ফেরার ইচ্ছা মেসির। তবে ক্লাবটিকে তাদের সেরা খেলোয়াড় কে এখনো আনুষ্ঠানিক প্রস্তাব করেনি। আল হেলাল ৬ জুন মেসিকে চুক্তি করার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানিয়েছে। এদিকে মেসিকে নিতে ইন্টার মায়ামি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ইংলিশ ক্লাব চেলসি ও নিউকাসলও মেসিকে পাওয়ার দৌড়ে যোগ দিয়েছে বলে জানিয়েছেন রোমানো। এসব কিছু নিয়ে মেসি আসছে সপ্তাহে সিদ্ধান্ত নেবেন বলে মনে করেন তার দীর্ঘ দিনের সতীর্থ, এখন বার্সা কোচ জাভি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news