ক্লেহমোঁরের কাছে হার দিয়ে মৌসুম শেষ করলো পিএসজি

 পারলো না মেসি ও এমবাপ্পের পিএসজি। শত চেষ্টা করেও জয়ের দেখা পায়নি। ফ্রান্সের লিগ ওয়ানের নিজেদের শেস ম্যাচে হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়লো পিএসজি সেনারা। এদিন খেলার শুরুটা দুর্দান্ত হয়েছিলো মেসিদের। দু’দুটি গোলে এগিয়ে যাবার পর যতো বিপর্যয় ভর করে দলটির উপর। প্রাণপন চেষ্টায়ও সফল হতে পারেনি।

হেরে গেলেও পিএসজিতে নিজের বিদায়ী ম্যাচে জালের দেখা পেলেন সার্জিও রামোস। ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পে দ্বিগুণ করলেন ব্যবধান। এরপর যেন দিক হারিয়ে ফেলল ফরাসি চ্যাম্পিয়নরা। তাদের হতাশার রাতে ফিরে আসার দারুণ গল্প লিখল ক্লেহমোঁ। লিগ ওয়ানের শেষ রাউন্ডে শনিবার রাতে ২-৩ গোলে হেরেছে পিএসজি।  

ফরাসি ক্লাবটিতে নিজের শেষ ম্যাচে অন্তিম মুহূর্তে পয়েন্ট এনে দেওয়ার সুযোগ এসেছিল লিওনেল মেসির সামনে। কিন্তু তার দারুণ ফ্রি কিক ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ক্লেহমোঁ গোলরক্ষক। গোল যে হয়নি, যেন বিশ্বাস হচ্ছিল না আর্জেন্টাইন মহাতারকার। গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর তার চোখেমুখে ফুটে ওঠে বিস্ময়।  

পঞ্চম মিনিটেই পিএসজির জালে বল জড়ায়। তবে ফরাসি ফরোয়ার্ড গ্রেজন কেইর হ্যান্ডবল করায় বেঁচে যায় স্বাগতিকরা। ৯ মিনিট পর নিজেদের প্রথম ভালো সুযোগ পায় ফরাসি চ্যাম্পিয়নরা, তবে মেসির শট ঠেকিয়ে দেন ক্লেহমোঁ গোলরক্ষক।

ষোড়শ মিনিটে রামোসের চমৎকার হেডে এগিয়ে যায় পিএসজি। মেসির কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ক্রস করেন ভিতিনিয়া। বাকিটা সারেন অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার রামোস।

এই ম্যাচে প্যারিসের দলটির কারোর জার্সির পেছনে নিজের নাম নেই। সবার জার্সিতে লেখা সের্হিও রিকোর নাম। দুর্ঘটনায় গুরুতর চোট পাওয়া স্প্যানিশ গোলরক্ষক সার্জিও রিকোর জার্সি নাম্বার ১৬। ম্যাচের আগে সমর্থকদের পিএসজি বলেছিল, ষোড়শ মিনিটে রিকোর নামে শ্লোগান দিতে। সেই সময়টাতেই মৌসুমে নিজের দ্বিতীয় গোল করলেন রামোস।  

২১তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। রিকোর জার্সি তুলে ধরে আসরে নিজের ২৯তম গোল উদযাপন করেন ফরাসি এই ফরোয়ার্ড। ডি-বক্সে আশরাফ হাকিমি ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা।

একের পর এক ব্যাকপাস দিয়ে ২৪তম মিনিটে গোল হজম করে বসে পিএসজি। মার্কো ভেরাত্তির দুর্বল ব্যাকপাস ধরে জাল খুঁজে নেন জুয়াইন গেস্তোঁ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news