আবারো জার্মান কাপ চ্যাম্পিয়ন লাইপজিগ
দারুণ এক জয়ে বুন্দেসলিগার ৬ষ্ঠ দল হিসাবে জার্মান কাপের শিরোপা ঘরে তুললো লাইপজিগ। দলের হয়ে গোল করলেন এবং করালেন ক্রিস্তোফা এনকুনকু। পাঁচবারের চ্যাম্পিয়ন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন হলো তারা।
জার্মানির দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় শনিবার ফাইনালে ২-০ গোলে জিতেছে লাইপজিগ। এনকুনকুর গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দমিনিক সোবোসলাই।
গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতির পরও কেটে যাচ্ছিল সময়। মিলছিল না গোলের দেখা। অবশেষে ডেডলক ভাঙে ৭১তম মিনিটে। ফরাসি মিডফিল্ডার এনকুনকুর শটে বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে এনকুনকুর নিচু পাস পেয়ে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন হাঙ্গেরির অ্যাটাকিং মিডফিল্ডার সোবোসলাই। গত মৌসুমে এই জার্মান কাপ জয়ের মধ্য দিয়েই ক্লাবের ইতিহাসে প্রথম কোনো বড় শিরোপার স্বাদ পেয়েছিল লাইপজিগ। সেই সাফল্যের ধারা তারা ধরে রাখল দারুণ পারফরম্যান্সে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


