নেইমার বর্তমান সময়ের অন্যতম ভুয়া ফুটবলার: পল ব্রিটনার

এবারের দলবদল মৌসুমে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ছিলেন বেশ আলোচনায়। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। ইউরোপ ছেড়ে সৌদিতে যাওয়ায় নেইমারের তীব্র সমালোচনা করেছেন বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার পল ব্রিটনার।

নেইমারকে সৌদিতে নিয়ে যাওয়ায় আল হিলালকে ধন্যবাদ দেন পল ব্রিটনার। নেইমার মাঠে ড্রাইভ ব্যতীত অন্যকিছুই করতে পারেন না বলেও মন্তব্য করেছেন সাবেক এই তারকা ফুটবলার।

জার্মানির টিভি অনুষ্ঠান ‘ব্লিকপাঙ্ক স্পোর্ট’ এ ব্রিটনার বলেন, ধন্যবাদ প্রিয় সৌদি নেইমারকে কেনার জন্য। বর্তমান সময়ে সে অন্যতম ভুয়া ফুটবলার। বিশ্বের অন্যতম ফুটবলার যে কেবল অভিনয় আর ড্রাইভ দিতে পারে। খুবই বাজে একটা অবস্থা। আমি শুধু আল হিলালকে ধন্যবাদ দিতে চাই।

এদিকে, নতুন ক্লাবে যোগ দিলেও ইনজুরির কারণে এখনও মাঠে নামা হয়নি নেইমারের। ক্লাবটির মেডিকেল বিভাগ আশা করছে, আন্তর্জাতিক ম্যাচের বিরতির পরই মাঠে নামতে পারবেন নেইমার। সে হিসেবে ১৫ সেপ্টেম্বর ব্রাজিলের তারকা ফুটবলারের মাঠে নামার সম্ভাবনা রয়েছে আল রিয়াদের বিপক্ষে ম্যাচে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news