বিশ্বকাপের আগে কিউইদের উপর তাণ্ডব চালিয়ে রেকর্ড গড়লেন স্টোকস

আগামী অক্টোবর ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এর আগেই অবসর ভেঙে দলে যোগ দিয়েছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো বেন স্টোকস। বিশ^কাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ইংলিশরা। এই দলে আছেন  স্টোকস। সিরিজের তৃতীয় ম্যাচে স্টোকসের ব্যাটিং তাণ্ডবে রীতিমতো উড়ে গেছে কিউইরা। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ১৮২ রানের ইনিংস খেলে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

স্টোকসের ইনিংসটি ওয়ানডেতে ইংলিশ কোনও ব্যাটারের সর্বোচ্চ। আগের সেরাটি ছিল জেসন রয়ের ১৮০, প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।  

এদিন টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। প্রথম বলে বেয়ারস্টো, তৃতীয় ওভারে জো রুটের উইকেট তুলে ইংলিশদের চাপে ফেলে তারা। কিন্তু স্টোকস ব্যাট করতে নামতেই উল্টো কিউইদের মনে কাঁপন ধরান তিনি। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি ছুঁয়েছেন ৭৬ বলে। তার পর তো ইংল্যান্ডের হয়ে রেকর্ড ইনিংস উপহার দিয়েছেন। ১২৪ বলে ১৫ চার ও ৯ ছক্কায় করেছেন ১৮২ রান।

তার আগে বিদায় নেওয়ায় মালান ৯৫ বলে ৯৬ রানের ইনিংস খেলেছেন। এই দুই ব্যাটারকে কেন্দ্র করেই ইংলিশদের ইনিংস বিশাল আকার ধারণ করেছে। কারণ শেষ ৬ উইকেট পড়েছে মাত্র ৩২ রানে। ফলে ইংল্যান্ড ৪৮.১ ওভারে ৩৬৮ রানেই গুটিয়ে গেছে।

বিশাল রানের চাপে পড়ে পিষ্ট হয়েছে কিউইরা। ৩৭ রানে হারায় ৪ উইকেট। একমাত্র গ্লেন ফিলিপস ৭২ রানে লড়াই চালালেও সেটি হারের ব্যবধান কমায় মাত্র। নি জিল্যান্ড ৩৯ ওভারে ১৮৭ রানে অলআউট হলে ১৮১ রানের বড় জয় পায় ইংল্যান্ড।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news