সাঙ্গাকারার মতে, এবার বিশ্বকাপের দাবিদার ভারত, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা  

 বিশ্বকাপের শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর থেকে। এবার শিরোপা কে জিতবে -এ নিয়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞ নানা মত দিচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ও সাবেক ক্রিকেটার কুমারা সাঙ্গাকারা।

তিনি বলেছেন, ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জয়ের দারুণ সম্ভাবনা আছে ভারতের। শিরোপা জেতার অন্যতম দাবিদার ইংল্যান্ড। শ্রীলঙ্কারও সেই সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। 

এতে বলা হয়, একদিনের ক্রিকেট বিশ্বকাপের ১৩তম সংস্করণ আয়োজনে প্রস্তুত ভারত। আগামী ৫ অক্টোবর দেশটির আহমেদাবাদের আইকনিক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পর্দা উঠবে ২০২৩ আসরের। 

উদ্বোধনী ম্যাচে লড়বে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বৈশ্বিক টুর্নামেন্ট নিয়ে প্রস্তুত টিম ইন্ডিয়াও। ইতোমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

সাঙ্গাকারা বলছেন, এবারের বিশ্বকাপের জন্য ভারত দলটি বেশ শক্তিশালী। শিরোপা জয়ের তীব্র প্রতিদ্বন্দ্বী তারা। এশিয়া কাপে সেই প্রমাণ পাওয়া গেছে। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে রোহিত শর্মারা। 

স্কাই স্পোর্টসে এক আলাপচারিতায় তিনি বলেন, এ বছর ইংল্যান্ডকে নিয়ে বাজি ধরা যায়। তারা অত্যান্ত বিপজ্জনক দল। ট্রফির দাবিদার ইংলিশরাও। 

লঙ্কান কিংবদন্তি বলেন, এশিয়া কাপের সুপার ফোরে সবশেষ ম্যাচে অসাধারণ খেলেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে যেকোনও দলকে চ্যালেঞ্জ জানাতে পারে। সময় ভালো গেলে শোপিস ইভেন্টের ফাইনালেও যেতে পারে তারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

news