বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ। দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও ধনী ক্রীড়া সংস্থা পরবর্তী চার বছরের নীতিনির্ধারক নির্বাচন করবে। তবে নির্বাচনের আগে যে নাটক ও বিতর্ক চলছেই, তার শেষ নেই। অনিয়ম, অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, রাতের আধারে ভোট—সবই অভিযোগ উঠেছে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৬ জন প্রার্থী সরে গেছেন। এরপর নির্বাচনের আগের দুই দিনে আরও ৪ জন নির্বাচন বয়কট করেছেন। গতকালের রাতে একজন পরিচালকপ্রার্থী আরও সরে গেছেন। তবে প্রত্যাহারের পর যারা সরে গেছেন, তাদের নাম ব্যালটবক্সে থাকছে।

তবুও সমালোচনা মাথায় নিয়েই নির্বাচনের মাঠে প্রার্থীরা। ব্যানার, ফেস্টুন লাগিয়ে নির্বাচনের ভাব জমেছে। মোট ভোটার ১৫৬ জন; সরাসরি ভোট দেবেন ৯৮ জন, ই-ব্যালট ৫৮ জন।

নির্বাচন হবে তিনটি ক্যাটাগরিতে।
ক্যাটাগরি-১: জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। মোট ভোট ৩৫টি, ই-ব্যালট ১৯টি। সাতটি বিভাগীয় সংস্থা থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের ভোট হবে। চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশাল থেকে কয়েকজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

ঢাকা বিভাগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদীন নির্বাচনে অংশ নেবেন। সাবেক পরিচালক এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান রবিবার নাম প্রত্যাহার করেছেন। ফলে ঢাকা থেকে আমিনুল ও ফাহিম সহজেই জিতবেন।

রাজশাহী বিভাগের একটি পদে তিনজন প্রার্থী—হাসিবুল আলম, মুখলেসুর রহমান ও এস এম শামস মতিন। তবে হাসিবুল আলম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। রংপুর থেকেও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—হাসানুজ্জামান, রেহাতুল ইসলাম, নূর এ শাহাদাৎ স্বপন।

ক্যাটাগরি-২: ক্লাব। মোট ভোট ৭৬টি, ই-ব্যালট ৩৪টি। প্রার্থী ছিলেন ৩২ জন; এখন ১৭ জন। তিনজন সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এখানে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। প্রার্থীদের মধ্যে আছেন মোহাম্মদ লুতফর রহমান, ইসতিয়াক সাদেক, আদনান রহমান, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিন, একেএম আহসানুর রহমান মল্লিক রনি, মোখলেছুর রহমান ভুঞা, এম নাজমুল ইসলাম ফারুক আহমেদ, মেজর ইমরোজ আহমেদ, রাকীব উদ্দিন, মনজুর আলম, মেহরাব চৌধুরী, মোহাম্মদ ফয়জুর রহমান ভুঞা।

ক্যাটাগরি-৩: বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাবোর্ড, সার্ভিসেস। মোট ভোট ৪৫টি, ই-ব্যালট ৫টি। এখানে নির্বাচিত হবেন ১ জন পরিচালক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর মনোনয়নপত্র প্রত্যাহার করায় প্রার্থী রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল ও সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ।

বিসিবির পরিচালক হবেন মোট ২৫ জন। ২ জন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত হবেন। বাকি ২৩ জন নির্বাচিত হবেন কাউন্সিলরের ভোটে। পরিচালক নির্বাচনের পর তাদের মধ্যে ভোট দিয়ে নির্বাচন করা হবে বিসিবি সভাপতি।

 

news