ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলে এবার বড় পরিবর্তনের ইঙ্গিত। বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি বিক্রি হতে যাচ্ছে! ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় দুই বিলিয়ন ডলারে এই ঐতিহ্যবাহী ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি হবে। বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত করেছে বেঙ্গালুরু কর্তৃপক্ষ।
ডিয়াজিও আনুষ্ঠানিকভাবে বিক্রির প্রক্রিয়া শুরু করেছে
আরসিবির মালিক প্রতিষ্ঠান ডিয়াজিও এক বিবৃতিতে জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিটি বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামী ৩১ মার্চের মধ্যে পুরো লেনদেন শেষ করার লক্ষ্য তাদের।
ডিয়াজিওর ভারতীয় সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড স্পিরিটস লিমিটেড ইউএসএল জানিয়েছে, তাদের সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড আরসিএসপিএল-এর বিনিয়োগ মূল্যায়ন চলছে। এই প্রতিষ্ঠানের অধীনেই রয়েছে আইপিএল ও উইমেন্স প্রিমিয়ার লিগ ডব্লিউপিএল-এ অংশগ্রহণকারী পুরুষ ও নারী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
“আরসিবি মূল্যবান সম্পদ, কিন্তু মূল ব্যবসার অংশ নয়”
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রভীন সোমেশ্বর এক বিবৃতিতে বলেন,
“আরসিবি আমাদের জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ। তবে এটি আমাদের পানীয় ব্যবসার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। তাই দীর্ঘমেয়াদি ব্যবসায়িক লক্ষ্য ও শেয়ারহোল্ডারদের স্বার্থে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ক্রেতার দৌড়ে আদানি, জিন্দালসহ একাধিক জায়ান্ট কোম্পানি
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, আরসিবি কেনার দৌড়ে ইতিমধ্যেই বেশ কিছু বড় নাম যুক্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রাইভেট ইনভেস্টমেন্ট কোম্পানি, ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ, জিন্দাল পরিবারের জেএসডব্লিউ গ্রুপ, এবং দেবয়ানি ইন্টারন্যাশনালের রবি জয়পুরিয়া।
ফ্র্যাঞ্চাইজিটির বিপুল জনপ্রিয়তা ও সাম্প্রতিক সাফল্যের কারণে, ব্যবসায়ী মহলে এখন আরসিবি কেনা নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।
