নারী ওয়ানডে বিশ্বকাপের পর এবার ভারতের মাটিতে মাঠে গড়ানোর অপেক্ষায় ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। মেগা এই ইভেন্ট ফেব্রুয়ারিতে শুরু হয়ে শেষ হওয়ার কথা মার্চ মাসে। ২০ দলের এই টুর্নামেন্টের জন্য ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে, তার আগে এবার ভেন্যু নিশ্চিতকরণে জোর কদমে কাজ করছে স্বাগতিক ভারত।

৭টি ভেন্যুতে ২০ দলের খেলা
মোট সাতটি ভেন্যুতে এবার ২০ দলের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। যার মধ্যে ভারতের ৫টি ভেন্যু হতে পারে:
আহমেদাবাদ
দিল্লি
কলকাতা
চেন্নাই
মুম্বাই
আর বাকি দুইটি ভেন্যু নির্বাচন করা হবে শ্রীলঙ্কা থেকে। তবে সেই ভেন্যুগুলোর নাম এখনও প্রকাশ করা হয়নি।

ফাইনাল কি হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে?
সবচেয়ে বড় প্রশ্ন হলো—বিশ্বকাপের ফাইনাল কোথায় মাঠে গড়াবে? ভারতের বেশ কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ইতোমধ্যেই এই ভেন্যু নিয়ে আইসিসির কাছে একটি চিঠিও দিয়েছে বিসিসিআই।

পাকিস্তান ও শ্রীলঙ্কার জন্য বিশেষ ব্যবস্থা
বিসিসিআই আরও জানিয়েছে, যে সব স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ হয়েছে, সেখানে আর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হবে না। তাই গোহাটি, বিশাখাপত্তম, ইন্দোর ও নাভি মুম্বাই ভেন্যু তালিকা থেকে বাদ পড়েছে।

তবে, পাকিস্তান সেমিফাইনালে উঠলে সেক্ষেত্রে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। শুধু তাই নয়, ভারত-পাকিস্তান ফাইনাল হলেও সেই ম্যাচ মাঠে গড়াবে নিরপেক্ষ ভেন্যুতেই। আর শ্রীলঙ্কা যদি সেমিফাইনালে ওঠে, তবে নিজেদের ঘরের মাটিতেই ম্যাচ খেলবে দলটি।
চূড়ান্ত দল কারা?
ইতোমধ্যেই বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো চূড়ান্ত হয়েছে।

স্বাগতিক হিসেবে নিশ্চিত: ভারত ও শ্রীলঙ্কা।

র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সুযোগ: আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

বাছাইপর্ব খেলে নিশ্চিত: কানাডা (আমেরিকা অঞ্চল), ইতালি ও নেদারল্যান্ডস (ইউরোপ), নামিবিয়া ও জিম্বাবুয়ে (আফ্রিকা), ওমান, নেপাল ও আরব আমিরাত (এশিয়া-প্যাসিফিক)।

 

news