মেসি থাকলেও দলে নেই অনেক সিনিয়র খেলোয়াড়। এমনকি গোলরক্ষক মার্টিনেজকেও রাখা হয়নি। বলা যায়, বছরের শেষ সফর অর্থাৎ নভেম্বর উইন্ডোর জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তরুণ গোলরক্ষকদের সুযোগ দিতে এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজকে।
লিওনেল মেসি থাকলেও স্কোয়াডে নেই পারেদেস-মন্টিয়েল-রিভেরো-আকুনাদের মতো ফুটবলাররা। ১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার সাথে ম্যাচ খেলার চেয়ে এই ফুটবলারদের স্থানীয় লিগের প্রতি গুরুত্ব থেকেই এই সিদ্ধান্ত। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় ক্লাবগুলো যাতে ক্ষতির মুখে না পড়ে সে জন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
স্কালোনির দল ঘোষণার কয়েক ঘণ্টা আগেই চমক দেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। এক ঘোষণায় তিনি জানান, তার ও স্কালোনির সিদ্ধান্ত অনুযায়ী দেশের লিগে খেলা কোনো খেলোয়াড়কে এবার দলে নেওয়া হবে না, যাতে ক্লাবগুলোর ক্ষতি না হয়। এই সিদ্ধান্তও স্কালোনিকে দলে নতুনত্ব আনার ব্যাপারে প্রভাবিত করেছে।
এদিকে ২৪ সদস্যের দলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন পানিচেল্লি, জিয়ানলুকা এবং পেরোনে।
