ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেট ম্যাচে আবারও বড় ধরনের সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শিয়া কাপ থেকে শুরু করে পরবর্তী সব টুর্নামেন্টে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর নীতি বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাদের বিশ্বকাপের পর যুব এশিয়া কাপেও এই একই দৃশ্য দেখা গিয়েছিল।
বিসিসিআই-র সচিব দেবজিৎ শইকীয়া একদম স্পষ্ট করে দিয়েছেন, অদূর ভবিষ্যতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর এই সিদ্ধান্ত বহাল থাকবে। তিনি রিভারস্পোর্টস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, "আমি তো জ্যোতিষী নই, তাই ভবিষ্যতের কথা আগে থেকে কিছু বলতে পারব না। সবকিছুই নির্ভর করছে ভূরাজনৈতিক পরিস্থিতির উপরে। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কাল কী হবে সেটা আমি জানি না।"
একটা বড় ব্যাপার হলো, গত এশিয়া কাপের ট্রফি নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে চায়নি ভারতীয় দল। সেই ট্রফিটি এখনও ভারতে আসেনি। এই বিষয়ে শইকীয়া বলেছেন, "এটা একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি। এশিয়া কাপের ফাইনাল থেকে এই সমস্যা চলছে। আশা করি খুব দ্রুত ট্রফিটি ভারতে পাঠানো হবে।"
শইকীয়া আরও যোগ করেছেন, "আইসিসি-র একটি বৈঠকে আমি নিজে এসিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে, যেখানে আইসিসি চেয়ারম্যান জয় শাহও উপস্থিত ছিলেন। প্রধান বৈঠক শেষ হওয়ার পর আমরা আলাদাভাবে দেখা করি এবং ইতিবাচক আলোচনা হয়। আশা করি শীঘ্রই এই ট্রফি ইস্যুর সমাধান হবে।"
