বাংলাদেশের নারী ক্রিকেট দলে এবার নতুন উত্তেজনা যোগ করল আইপিএলের নিলাম। উইমেন্স প্রিমিয়ার লিগ ডব্লিউপিএল নামে পরিচিত মেয়েদের আইপিএলের আসরে নাম দিয়েছ‌েন বাংলাদেশের তিন প্রতিভাবান ক্রিকেটার—মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান।

চলতি মাসের ২৭ তারিখ বসছে ডব্লিউপিএলের নিলাম মঞ্চ। এ বছর নিলামে থাকছেন মোট ২৭৭ জন ক্রিকেটার, যাদের মধ্য থেকে নির্বাচিত হবেন ৭৩ জন। বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ ২৩টি জায়গা, যেখানে জায়গা পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৩ জন বিদেশি খেলোয়াড়।

বাংলাদেশের তিন ক্রিকেটার—মারুফা, স্বর্ণা ও রাবেয়ার ভিত্তিমূল্য সমান, ৩০ লাখ রুপি। বিদেশি ক্রিকেটারদের জন্য নিলামে মোট তিনটি ক্যাটাগরি রয়েছে।

সবচেয়ে উঁচু ক্যাটাগরির (৫০ লাখ রুপি) খেলোয়াড়ের সংখ্যা ১৯ জন। এরপর ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন ১১ জন। আর ৩০ লাখ রুপির ঘরেই রয়েছে সবচেয়ে বেশি—৮৮ জন খেলোয়াড়ের নাম।

২০২৬ সালের ৭ জানুয়ারি শুরু হবে মেয়েদের আইপিএল। এখন চোখ শুধু একটাই প্রশ্নে—বাংলাদেশের এই তিন ক্রিকেটারের কেউ কি দলে সুযোগ পাবেন? অপেক্ষা এখন শুধু নিলাম দিনের।

news