পাকিস্তান টি২০আই ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। পাকিস্তানের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার সম্ভাব্য প্লেয়িং একাদশ কেমন হতে পারে—এই প্রতিবেদনে থাকছে সেই বিস্তারিত।
জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ভয়ানক ব্যর্থতায় পড়েছিল শ্রীলঙ্কা। তুলনামূলক সহজ একটি রান তাড়া করতে নেমেও লঙ্কানরা ব্যর্থ হয়। তাই পাকিস্তানের বিপক্ষে নামার আগে দলটি মানসিকভাবে চাপে রয়েছে, যেন পরের ম্যাচগুলো “ডু-অর-ডাই” পরিস্থিতিতে না চলে যায়।
তবুও অতীত অভিজ্ঞতা শ্রীলঙ্কাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করছে। ‘লঙ্কান লায়নস’ আগেও কঠিন পরিস্থিতি থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবং এবারও তারা সেটাই করতে চায়।
সিরিজে টিকে থাকতে শ্রীলঙ্কার সবচেয়ে বেশি ভরসা ওপেনিং জুটি পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের ওপর। পাওয়ারপ্লেতে ছয় ওভারের মধ্যে তারা যদি ঝড় তুলে দেয়, তবে ম্যাচের নিয়ন্ত্রণ আসতে পারে শ্রীলঙ্কার হাতে।
দুইজনই সেট হয়ে গেলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, তাই পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সবচেয়ে বড় দায়িত্ব থাকবে তাদের কাঁধে।
মিডল-অর্ডারের তারকারা: কুশল পেরেরা, ভানুকা রাজাপাকশা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা
ওপেনারদের মতোই মিডল-অর্ডারেও রয়েছে মারকাটারি ব্যাটারদের সমাহার।
কুশল পেরেরা, ভানুকা রাজাপাকশা এবং কামিন্দু মেন্ডিস—তিনজনই জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ভুল শুধরে আরও বুঝেশুনে ব্যাট করতে চাইবেন।
অধিনায়ক দাসুন শানাকার দায়িত্ব আরও বড়। পাকিস্তানের স্পিন আক্রমণ মোকাবিলায় তার ব্যাট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সাথে থাকবেন সাবেক অধিনায়ক ওয়ানিন্দু হাসারঙ্গা—যিনি ব্যাট-বল দুদিকেই ম্যাচ ঘোরাতে সক্ষম।
লঙ্কানদের প্রথম পাঁচ ব্যাটারের ওপরই নির্ভর করবে দলের বড় রানের ভিত্তি গড়া। সেটি সম্ভব হলে হাসারঙ্গা ও শানাকা শেষভাগে ক্যাপিটালাইজ করতে পারবেন।
বোলিং বিভাগ জিম্বাবুয়ের বিপক্ষে মোটামুটি কাজের মতোই করেছে। প্রতিপক্ষকে ১৬২ রানের ভেতরে আটকে রাখা ইতিবাচক বার্তা। তাই পাকিস্তানের বিপক্ষেও একই আক্রমণ ধরে রাখতে চায় দলটি।
যদিও নুয়ান তুষারা তিন ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন, তিনি এবার শক্তভাবে ফিরতে মুখিয়ে আছেন। পাকিস্তানের বিপক্ষে এটি তার জন্য গুরুত্বপূর্ণ এক ম্যাচ হতে যাচ্ছে।
সঠিক কম্বিনেশনে খেলতে পারলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বদলে যেতে পারে শ্রীলঙ্কার ভাগ্য।
