২০২৬ সালের জুনে ফুটবল বিশ্বকাপের হাইপ শুরু হয়েছে! ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এই টুর্নামেন্টের প্রথম অফিশিয়াল পোস্টার বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশ করেছিল ফিফা। কিন্তু সেই পোস্টারে যা দেখলাম, তাতে ফ্যানরা কাঁদো কাঁদো হয়ে গেল – ক্রিশ্চিয়ানো রোনালদো নেই! নেগেটিভ কমেন্টের বন্যায় ভেসে যাওয়ায় ফিফা দ্রুত সোশ্যাল মিডিয়া থেকে পোস্টার মুছে ফেলেছে।
পোস্টারে ছিল লিওনেল মেসি, এরলিং হল্যান্ড, মোহাম্মদ সালাহ আর ব্রুনো ফার্নান্ডেসের মতো স্টাররা। বিভিন্ন দেশের খেলোয়াড়দের দেখে ভালো লাগছিল, কিন্তু পর্তুগালের ক্যাপ্টেন রোনালদোকে বাদ দিয়ে ফার্নান্ডেসকে রাখায় তো হইচই পড়ে গেল। ফ্যানরা বললো, “এটা কী হলো? রোনালদো ছাড়া বিশ্বকাপ পোস্টার? ফিফা পাগল হয়েছে!
আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে এই বিশাল টুর্নামেন্ট। প্রথমবার ৪৮টা দল খেলবে! ইতিমধ্যে ৪২টা দল স্পট নিশ্চিত করেছে। বাকি ৬টা দল আসবে ইউরোপিয়ান আর আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে।
এরই মধ্যে পর্তুগাল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। কিন্তু কোয়ালিফায়ারে আয়ারল্যান্ডের সাথে ম্যাচে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়তে হয় রোনালদোকে। ফলে বিশ্বকাপের মেইন ইভেন্টের প্রথম ম্যাচে সিআর৭-কে দেখা যাবে না।
এখন ফ্যানরা অপেক্ষায় – ফিফা কি নতুন পোস্টারে রোনালদোকে ফিরিয়ে আনবে? বিশ্বকাপের এই ড্রামায় রোনালদোর অ্যাপিয়ারেন্স তো দেখতেই হবে!
