দোহায় আবারও ব্রাজিলিয়ান জাদু! ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল সেলেসাওরা। আর এই জয়ের নায়ক একজনই – ওয়েন্ডেসন সান্তোস ডেল! ১৭ বছরের এই তরুণ দুটো গোলই করেছেন, একটা অতিরিক্ত সময়ের শেষ মিনিটে!

কাতারের এসপায়ার একাডেমির ৭ নম্বর মাঠে ম্যাচটা ছিল রোমাঞ্চের চূড়ান্ত। মাত্র ১২ মিনিটে ডেলের গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পেয়ে জিয়াদ বাহার গোলে মরক্কো ১-১ করে ফেলে। বিরতিতে দুই দল সমান-সমান।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গোল হয়নি। ম্যাচ যখন পেনাল্টির দিকে যাচ্ছে, তখনই ড্রামা! অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আবারও ডেল জ্বলে উঠলেন। দারুণ এক গোলে ব্রাজিলকে এগিয়ে দেন। ভিএআর চেক করে রেফারি গোল দিতেই বাঁশি বাজলো – ২-১! গত আসরের রানার্সআপ ব্রাজিল সেমিতে!
এদিন আরও তিন দল সেমিফাইনাল নিশ্চিত করেছে:
 

news