ট্রাই-সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলের টি২০ ইতিহাসের মুখোমুখি রেকর্ড আর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ক্রিকেটভক্তদের আগ্রহ তুঙ্গে। এখানে তুলে দেয়া হলো PAK vs SL টি২০আই–এ বিস্তারিত হেড-টু-হেড রেকর্ড।

এ পর্যন্ত দুই দল খেলেছে মোট ২৪টি টি২০ ম্যাচ। ২০১৪ টি২০ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার চেয়ে এখানে এগিয়ে আছে পাকিস্তান।
মোট ম্যাচে পাকিস্তান জিতেছে ১৪টি, শ্রীলঙ্কার জয় ১০টি।

গণনা বলছে—এই ম্যাচ জিতে পাকিস্তান নিজেদের জয় সংখ্যা ১৫-তে নিয়ে যেতে চাইবে।
এই সিরিজে পাকিস্তান এবং শ্রীলঙ্কা এখন দুই ভিন্ন ধারায় আছে।
পাকিস্তান আত্মবিশ্বাসী জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে আগেই ভালো শুরু করেছে।

অন্যদিকে শ্রীলঙ্কা একই দলের বিপক্ষে ১৬৩ রান তাড়া করতে গিয়ে মাত্র ৯৫ রানে অল আউট হয়ে লজ্জায় পড়েছে।
৬৭ রানের বড় ব্যবধানে হারটি লঙ্কানদের জন্য ছিল অত্যন্ত হতাশাজনক।

শ্রীলঙ্কার ভরসার জায়গা—তারা শেষ তিনটি টি২০আই ম্যাচে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতেই হারিয়েছে, সেটা ২০১৯ সালে।
এছাড়া শেষ পাঁচ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয় ৪টি, যা আগামী ম্যাচের আগে তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

সকল পরিসংখ্যান মিলিয়ে বলা যায়, PAK vs SL ম্যাচটি হবে বলবহুল উত্তেজনার। দুই দলই জয়ের জন্য সেরাটা দিতে প্রস্তুত, আর তাদের হাতে আছে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো যথেষ্ট শক্তি।

news