অস্ট্রেলিয়ার নতুন ওপেনার জেক ওয়েদারওয়াল্ড টেস্ট ডেবিউতেই সবার নজর কেড়ে নিয়েছেন। অ্যাশেজ ২০২৫-২৬ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পার্থের অপটাস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিনি যে সেলিব্রেশন করলেন, তা দেখে ভক্তরা বলছেন – 

১০টা উত্তেজনাকর বল খেলে অবশেষে মার্ক থেকে উঠলেন জেক। প্রথম টেস্ট রান পাওয়ার পরই তিনি দুই হাতের মুষ্টি শক্ত করে তুললেন, মুখে চওড়া হাসি – ঠিক যেমনটা বিরাট কোহলি করেছিলেন সিডনিতে!

ঘটনাটা ঘটল জোফ্রা আর্চারের একটা শর্ট বলে। ওয়েদারওয়াল্ড শান্তভাবে হিপ দিয়ে বল ঠেলে দিলেন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের দিকে। টাইমিং এত সুন্দর যে তিনি আর ট্রাভিস হেড সহজেই তিন রান নিয়ে নিলেন।

অন্য প্রান্তে পৌঁছতেই আর চাপতে পারলেন না জেক। বাঁ-হাতি এই ব্যাটার জোরে মুষ্টি তুলে হাসি মুখে সেলিব্রেট করলেন – ঠিক যেমনটা কোহলি করেছিলেন গত মাসে সিডনিতে। সেই ম্যাচে দুই ইনিংসে ডাক মেরে তৃতীয় ওডিআই-তে মিচেল স্টার্কের বলে প্রথম এক রান নিয়েই কোহলি এমন উল্লাস করেছিলেন, পরে ম্যাচ জয়ী ফিফটিও করেছিলেন।

তবে বেশিদূর যেতে পারলেন না ওয়েদারওয়াল্ড। আরেকটা শর্ট অব লেংথ বলে ব্রাইডন কার্সের ফাঁদে পড়লেন। বলটা একটু তাড়াতাড়ি এসে শরীরের কাছে চলে আসায় ফ্রি শট খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল আকাশে উঠল। কভার থেকে দৌড়ে এসে বেন ডাকেট সহজ ক্যাচ নিলেন।
৩৪ বলে ২৩ রান করে আউট হলেন জেক। তিনটে চার মেরেছিলেন। প্রথম ইনিংসে জোফ্রা আর্চারের বলে ডাক মেরেছিলেন তিনি।

এক প্রান্তে বিপদ, আরেক প্রান্তে ঝড়! ট্রাভিস হেড মাত্র ৬৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন – অ্যাশেজ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। টেস্টের চতুর্থ ইনিংসে রান তাড়া করতে নেমে এটাই সবচেয়ে দ্রুত সেঞ্চুরি।
মার্নাস লাবুশেন (৩০*) সঙ্গ দিচ্ছেন দারুণ। অস্ট্রেলিয়ার এখন জিততে লাগবে মাত্র ৪৬ রান। প্রথম টেস্ট জিতে ১-০ এগিয়ে যাওয়া এখন সময়ের অপেক্ষা!

news