গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে মুখ খুললেন ওয়াশিংটন সুন্দর। আর তার কথায় যেন পরোক্ষে ভারতীয় ব্যাটারদের দিকে আঙুল তুলে দিলেন।

ওয়াশিংটন বললেন, “এটা কোনো সাপের গর্ত নয়। খুবই ভালো উইকেট। সত্যিকারের উইকেট। ভারতে এমন পিচে খুব কমই ব্যাট করা যায়। সময় দিলে রান তোলা একদম সহজ।”

কলকাতার ইডেনে প্রথম টেস্টে হারের পর গুয়াহাটিতেও ভারত এখন হোয়াইটওয়াশের মুখে। দক্ষিণ আফ্রিকার ৪৮৯ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে মাত্র ২০১-এ অলআউট। শুধু কুলদীপ যাদবই ১০০+ বল খেলেছেন।
মার্কো জানসেন একাই ৬ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দিয়েছেন। সাইমন হার্মার ৩টা আর কেশব মহারাজ ১টা নিয়েছেন।

তৃতীয় দিনের খেলা শেষে ওয়াশিংটন বললেন, “আরেকদিন হলে বোলারদের বলগুলো স্ট্যান্ডে উড়ে যেত আর আমরা সবাই তালি দিতাম। কখনো কখনো বোলারদের প্ল্যান আর স্কিলে ভরসা রাখতে হয়। তারা আগেও প্রমাণ দিয়েছে। শুধু এক্সিকিউশনটা ঠিক হয়নি।”

পিচে অসম বাউন্সের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বললেন, “একদম সমান বাউন্স ছিল। জানসেন লম্বা বলে গুড লেংথ থেকে একটু বেশি বাউন্স পায়। আমরা এমন বোলারদের অনেক খেলেছি। আরেকদিন হলে একই বলগুলো আমরা আরও ভালো খেলতাম, পুরো সিনারিওই আলাদা লাগত।”
টিম যেখানে বলবে সেখানেই ব্যাট করতে আমি সবচেয়ে খুশি: ওয়াশিংটন সুন্দর
কলকাতায় নাম্বার থ্রিতে ব্যাট করেছিলেন, গুয়াহাটিতে নেমে গেলেন নাম্বার এইটে। উঠানামা নিয়ে প্রশ্ন হলে ওয়াশিংটনের জবাবটা ছিল দারুণ।

তিনি বললেন, “টিম যেখানে বলবে সেখানেই ব্যাট করতে আমি সবচেয়ে খুশি। এতে আরও এক্সাইটিং লাগে। এটা টিম গেম। একদমই অস্থির লাগে না। আমি চাই যে ক্রিকেটার হতে যে যখন টিমের দরকার, যেখানে দরকার, সেখানেই দাঁড়িয়ে কাজ করে দেবে। এই মাইন্ডসেটে আছি। যে কোনো সিচুয়েশনেই আমার জন্য এক্সাইটিং। বিভিন্ন রোল পাওয়া অনেকের ভাগ্যে জোটে না। তাই শুধুই মজা!”

news