ভারতীয় দলে সাধারণত শান্ত ও সংযত স্বভাবের বলেই পরিচিত বরুণ চক্রবর্তী। উইকেট পেলেও খুব একটা উদযাপন করেন না তিনি। কিন্তু নিউ চন্ডীগড়ের মহারাজা যদবিন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়াম যেন বদলে দিল তার পুরো রূপ!
দ্বিতীয় টি–টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করামকে বোল্ড করেই আগুনে সেন্ট-অফ দিলেন বরুণ—এমন দৃশ্য মাঠে খুব কমই দেখা যায়।
মার্করামকে ক্লিন বোল্ড করেই ফের রাগী রূপে বরুণ
টি–টোয়েন্টিতে ভারতের অন্যতম স্ট্রাইক বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বরুণ চক্রবর্তী। অনেক সাবেক ক্রিকেটার তো তাকে জসপ্রিত বুমরাহর সমপর্যায়ের স্ট্রাইকার বলেও বর্ণনা করেন।
আইসিসি টি–টোয়েন্টি র্যাংকিংয়ে বরুণ বর্তমানে নম্বর–১ বোলার, আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দেখালেন তিনি কেন এতটা ভয়ঙ্কর।
ম্যাচে নামার পরই প্রথম বলে উইকেট—এরপর পুরো ৪ ওভারে দারুণ ৪-০-২৯-২ বোলিং ফিগার।
১২তম ওভারে তার সঙ্গে তীব্র লড়াইয়ে নামেন মার্করাম। ওভারের দ্বিতীয় বলেই বরুণকে ৭৭ মিটার লম্বা ছক্কা, তারপর আরেকটি ছক্কা লং–অনে—মনে হচ্ছিল নিয়ন্ত্রণ মার্করামের হাতেই।
কিন্তু বরুণ ফিরে এলেন দারুণভাবে। টানা দুই ডট বলের পর ওভারের শেষ বলেই ২৯ রানে মার্করামকে বোল্ড করে দেন। উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তেজনায় ভরপুর হয়ে ওঠেন তিনি—এমনকি ব্যবহৃত হয় বেশ কিছু গালিও।
টস জিতে মার্করামের ব্যাখ্যা: ‘শেখার আছে, এগোতে হবে সামনে’
টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম বলেন,
“আমরা প্রথমে বোলিংই নিতাম। উইকেট ভালো লাগছে। আন্তর্জাতিক ম্যাচ কম হওয়ায় আগে বোলিং করেই শুরু করতে চাইছিলাম। তবে ব্যাট হাতে শুরুটা ভালো হলে ভারতকেও চাপে রাখা সম্ভব।”
তিনি আরও বলেন,
“প্রতিটি ম্যাচ থেকে শেখার আছে। প্রথম ম্যাচে খারাপ দিন গেছে, এটা মেনে নিয়েই সামনে এগোতে হবে। আজ ভালো পার্টনারশিপ গড়তে পারলে বড় স্কোর করা সম্ভব।”
দলীয় পরিবর্তন নিয়েও জানান তিনি—
“রোটেশনের কারণে আমরা তিনটি পরিবর্তন এনেছি। স্টাবস, মহারাজ ও নর্টজে বাইরে। জায়গায় রিজা, লিন্ডে ও বার্থম্যান খেলছে।”
