ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার ভিরাট কোহলি বিসিসিআই-এর নির্দেশে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন। দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন তিনি – আর প্রথমবারের মতো বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নামবেন সেই ভয়ংকর স্ট্যাম্পিডের পর!
গত সিজনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) প্রথমবার IPL ট্রফি জিতেছিল। উদযাপনে চিন্নাস্বামীতে লাখো ফ্যানের ভিড়ে স্ট্যাম্পিড হয় – তারপর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, স্টেডিয়ামটা বিসিসিআই-এর নিয়ন্ত্রণে চলে যায়।
কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) নতুন নির্বাচিত প্রধান ভেঙ্কটেশ প্রসাদের নেতৃত্বে স্টেডিয়ামের অনুমতি মিলেছে। কর্নাটক সরকারও ম্যাচ আয়োজনের ছাড়পত্র দিয়েছে – ইএসপিএনক্রিকইনফোর রিপোর্ট।
বিসিসিআই বিজয় হাজারে ট্রফির ম্যাচগুলো এখানে আয়োজন করবে। তাই ভিরাট কোহলি চিন্নাস্বামীতে ফিরছেন। কোহলির নিরাপত্তার কথা ভেবে কেএসসিএ দিল্লির ম্যাচগুলো আলুর থেকে চিন্নাস্বামীতে সরিয়ে নিচ্ছে। দিল্লির স্কোয়াডে রয়েছেন রিষভ পন্তও।
এই দুই তারকা বিজয় হাজারে ট্রফির প্রথম তিন ম্যাচ খেলতে পারবেন। পুরো টুর্নামেন্ট নয় – কারণ জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দলে ফিরতে হবে।
রাজ্য অ্যাসেম্বলি সেশনের ফাঁকে কেএসসিএ প্রধান ভেঙ্কটেশ প্রসাদ আর ভাইস-প্রেসিডেন্ট সুজিত সোমাসুন্দর বেঙ্গালুরুর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার আর অন্য কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠক ফলপ্রসূ হয়েছে। কোহলি-পন্তের হাই-প্রোফাইল ম্যাচগুলোতে ২০০০-৩০০০ ফ্যানকে স্ট্যান্ডে ঢোকার অনুমতি দেওয়ার চেষ্টা চলছে।
নতুন কমিটি জাস্টিস জন ডি’কুনহার রিপোর্টের সাজেশন অনুসারে যতটা সম্ভব পরিবর্তন করার আশ্বাস দিয়েছে।
বিজয় হাজারে ম্যাচ আয়োজন করে প্রথম পদক্ষেপ নেওয়া হচ্ছে – পরে IPL ম্যাচ ফেরানোর জন্য। ভেঙ্কটেশ প্রসাদের কমিটি চায় না চিন্নাস্বামী আরসিবি'র হোম ম্যাচ হারাক – বিশেষ করে ভিরাট কোহলির দলের ম্যাচ।
“IPL ফিরে আসার পথে আমরা। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি,” বলেছেন এক কর্তা ইএসপিএনক্রিকইনফোকে। উপমুখ্যমন্ত্রী শুক্রবারের বৈঠকের পর বলেছেন, “অনুমতি দেওয়া হয়েছে।”
