প্রিমিয়ার লিগে এখন চলছে কোচ ছাঁটাই আর পদত্যাগের হিড়িক। মাত্র চার দিনের ব্যবধানে বিশ্বের দুই জায়ান্ট ক্লাব চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ছাঁটাই করেছে। যদিও চেলসির কোচ এনজো মারেস্কার বিদায়টা ছিল একটু ভিন্ন—দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই তিনি ক্লাব ছাড়েন।

প্রিমিয়ার লিগের এই ছাঁটাইয়ের উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে স্কটল্যান্ডের ঘরোয়া লিগেও। মাত্র ৮ ম্যাচ দল পরিচালনার পর বরখাস্ত হয়েছেন চেল্টিকের ফরাসি কোচ উইলফ্রিড ন্যান্সি। আজ এক বিবৃতিতে ৪৮ বছর বয়সী এই কোচকে ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানায় ক্লাব কর্তৃপক্ষ। খবরটি জানিয়েছে টি স্পোর্টস।

এর আগে মেজর লিগ সকারে (এমএলএস) মন্ট্রিয়লের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ন্যান্সি। ২০২৩ সালে তাঁর কোচিংয়েই কলম্বাস এমএলএস কাপ জেতে। একই বছর মেক্সিকান ও আমেরিকান দলগুলোর অংশগ্রহণে আয়োজিত লিগস কাপেও শিরোপা ঘরে তোলে কলম্বাস। সেই মৌসুমে এমএলএসে রানার্সআপ হয় দলটি।

তবে সাফল্যের সেই ধারা আর ধরে রাখতে পারেননি ন্যান্সি। ২০২৪ সালে এমএলএসের বর্ষসেরা কোচ নির্বাচিত হলেও পরের মৌসুমে তাঁর দল ইস্টার্ন কনফারেন্সে নেমে যায় সপ্তম স্থানে এবং সামগ্রিকভাবে অবস্থান করে ১২তমে।

চেল্টিক ছাড়ার সময় ন্যান্সির সাম্প্রতিক কোচিং পরিসংখ্যানও আশাব্যঞ্জক নয়। শেষ ২০ ম্যাচে তিনি জয় পেয়েছেন মাত্র পাঁচটিতে। আর চেল্টিকের দায়িত্ব নিয়ে ৮ ম্যাচে দলকে জেতাতে পেরেছেন শুধু দুটিতে। এমন হতাশাজনক পারফরম্যান্সের পরই শেষ পর্যন্ত কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় স্কটিশ ক্লাবটি।

 

news