স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে। এর মধ্যে তিনটি কলকাতায় আর একটি মুম্বাইতে হওয়ার কথা।

কিন্তু সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। পুরো দলের নিরাপত্তা নিয়ে শঙ্কায় বাংলাদেশ এখন আর ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় না।

ইতিমধ্যে আইসিসিকে মেইল করে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, আইসিসি এই দাবি মেনে নেওয়ার ভালো সম্ভাবনা আছে।

এদিকে কলকাতায় বাংলাদেশের ম্যাচগুলোর টিকিট বিক্রি ঠিকই চলছে। ভারতীয় মিডিয়ার খবরে এমনটাই জানা গেছে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সচিব বাবলু কোলে বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধাচারণ বা আন্দোলনের কোনো প্রভাব টিকিট বিক্রিতে পড়েনি। প্রথম দুই ম্যাচের টিকিট ছাড়া এ পর্যন্ত প্রথম ম্যাচের তিন হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।’

উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে নামার কথা ছিল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের।
একই ভেন্যুতে ৯ ও ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছিল টাইগারদের। শেষ ম্যাচটি ছিল নেপালের বিপক্ষে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

 

news