ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড আর্জেন্টাইন স্ট্রাইকার ভ্যালেন্টিন কাস্তেলানোসকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে। সোমবার দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি হয়েছে। পাশাপাশি চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
২০২৩ সালে ইতালিয়ান সিরি ‘আ’-র ক্লাব লাৎজিওতে যোগ দেন কাস্তেলানোস। সেখানে লাৎজিওর জার্সিতে মোট ৫২ ম্যাচ খেলে ১৬টি গোল করেন তিনি। বিশেষ করে গত মৌসুমে ১০ গোল করে ভালোভাবেই নজর কাড়েন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। খবরটি জানিয়েছে সময় নিউজ।
ওয়েস্ট হ্যামের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মঙ্গলবারের (৬ জানুয়ারি) ম্যাচ থেকেই কাস্তেলানোসকে মাঠে দেখা যেতে পারে।
বর্তমানে প্রিমিয়ার লিগে চরম সংকটে রয়েছে ওয়েস্ট হ্যাম। অবনমন অঞ্চলে থাকা দলটি টানা নয়টি লিগ ম্যাচে জয়হীন। ২০ ম্যাচ শেষে মাত্র ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে অবস্থান করছে তারা। এমন পরিস্থিতিতে কাস্তেলানোসের আগমন দলটির আক্রমণভাগে নতুন আশার আলো জাগাবে বলেই মনে করছেন সমর্থকরা।
