মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা এখন বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে এক কঠিন কূটনৈতিক সংকটে রূপ নিয়েছে। ক্রিকেটারদের সম্মান ও নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অনড় অবস্থান থেকে সরে আসছে না—এমনকি ভারতের পক্ষ থেকে 'রাষ্ট্রীয় প্রধান' স্তরের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও!
ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে সরিয়ে নেওয়ার বিসিবির সিদ্ধান্তে আয়োজক দেশটির কোটি কোটি টাকার সম্প্রচার ও টিকিট রাজস্ব হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। এই লোকসান এড়াতেই ভারত এখন বাংলাদেশ দলকে 'রাষ্ট্রীয় প্রধান'-এর সমতুল্য নিখুঁত নিরাপত্তা (প্রোটোকল) দেওয়ার অভূতপূর্ব প্রস্তাব নিয়ে এসেছে।
কিন্তু এই নজিরবিহীন নিরাপত্তার আশ্বাসেও বিসিবির অবস্থানে কোনো নড়চড় দেখা যাচ্ছে না। দৈনিক প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বিসিবি তাদের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে অনড় আছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (বুলবুল) স্পষ্ট বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দল ভারতে নিরাপদ বোধ করছে না। মুস্তাফিজুর রহমানের মতো তারকাকে আইপিএল থেকে যেভাবে 'অসম্মানজনকভাবে' বাদ দেওয়া হয়েছে, তাতে ক্রিকেটারদের মানসিক নিরাপত্তা ও সম্মান হ্রাস পেয়েছে বলে মনে করছে বোর্ড।
জানা গেছে, আজই আইসিসির সাথে বিসিবির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। সেখানেই ভারতের পক্ষ থেকে এই রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হতে পারে। বিসিসিআই আশা করছে, সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা পেলে হয়তো বিসিবি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে।
অন্যদিকে, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, সেটিকে পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে বিসিবিও। বোর্ড প্রধান স্পষ্ট জানিয়েছেন, আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক উত্তর পাওয়ার পরই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে আপাতত ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে তাদের মনোভাব খুবই কঠোর।
এখন সবার চোখ আইসিসি বৈঠকের দিকে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারতের দেওয়া 'রাষ্ট্রীয় প্রোটোকল'-এর লোভনীয় প্রস্তাব বিসিবির মন গলাবে কি না, নাকি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই স্থানান্তরিত হবে?
