চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে উপস্থাপনা প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, 'পরিবর্তিত পরিস্থিতির কারণে' এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় আন্তর্জাতিক চমক দেওয়ার উদ্যোগ নিয়েছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের পাশাপাশি ভারতের রিধিমা পাঠককে নেওয়া হয়েছিল। আর ধারাভাষ্যকার তালিকায় ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা, ইংল্যান্ডের কিংবদন্তি ড্যারেন গফের মতো তারকা।

কিন্তু বাংলাদেশ-ভারতের মধ্যে ক্রিকেট নিয়ে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার ছায়া এবার বিপিএলের উপস্থাপনায়ও পড়ল। গত শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআই-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ তুলে তারা 'বাংলাদেশ-বিরোধী' মনোভাব তৈরি করছিল।

মুস্তাফিজ ইস্যুর পরই জরুরি বৈঠক করে বিসিবি। এরপর তারা নিরাপত্তার প্রশ্ন তুলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানায় আইসিসিকে চিঠি দিয়ে। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিও জানায় তারা।

এর ঠিক পরের দিন, গত ৫ জানুয়ারি বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরদের উপর আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশনা জারি করে। এই পুরো উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিপিএল থেকে রিধিমা পাঠককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, যা রাজনৈতিক উত্তেজনার সাথে ক্রিকেট জগতের সম্পর্কের আরেকটি প্রকাশ বলে মনে করা হচ্ছে।

এখন দেখার বিষয়, ক্রিকেটের মাঠে এই রাজনৈতিক ঠান্ডা যুদ্ধ আর কতদূর গড়ায়।

 

news