জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা। ফলে একদিনের জন্য বন্ধ থাকে টুর্নামেন্টের খেলা।

খেলা বন্ধ থাকায় বিপিএলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান জানিয়েছেন, বৃহস্পতিবারের স্থগিত হওয়া ম্যাচগুলো আজ শুক্রবার অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানসের ম্যাচ হওয়ার কথা ছিল। এই দুই ম্যাচই এখন অনুষ্ঠিত হবে শুক্রবার—দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায়।

এ কারণে শুক্রবারের পূর্বনির্ধারিত ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে শনিবারে। আর শনিবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি।

এদিকে প্লে-অফ সূচিতেও পরিবর্তন এসেছে। আগে ১৯ জানুয়ারি এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি অপরিবর্তিত রাখা হয়েছে।

সব মিলিয়ে ক্রিকেটারদের বয়কটের প্রভাব পড়ল পুরো বিপিএল সূচিতেই, আর দর্শকদের অপেক্ষা এখন নতুন সময়সূচি অনুযায়ী জমজমাট ম্যাচগুলোর দিকে।

 

news