টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়নি। বরং নতুন করে আশার আলো দেখা দিয়েছে। বিসিবির সঙ্গে সরাসরি আলোচনার জন্য আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশে আসছে বলে জানা গেছে। দু-একদিনের মধ্যেই এই প্রতিনিধিদল ঢাকায় পৌঁছাতে পারে।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতীয় ভেন্যুতে বিশ্বকাপ খেলতে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে কাল যুগান্তরকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আইসিসির একটি প্রতিনিধিদল আসার কথা হচ্ছে। এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি, তবে আলোচনা চলছে।’

সূত্র জানায়, ভারতে খেলতে গিয়ে বাংলাদেশের যেসব নিরাপত্তা শঙ্কার কথা উঠে এসেছে, মূলত সেগুলো নিয়েই আলোচনা হবে। আইসিসির প্রতিনিধিরা নিরাপত্তা নিয়ে পূর্ণ নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি বিকল্প ভেন্যুতে, বিশেষ করে শ্রীলংকায় ম্যাচ আয়োজন করলে কী ধরনের বাস্তব সমস্যা হতে পারে, সেগুলোও বিসিবিকে জানানো হবে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলংকা। সূচি অনুযায়ী গ্রুপপর্বে বাংলাদেশের সব ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে।

আইসিসি প্রতিনিধিদল আসার খবরে আশাবাদী বিসিবির কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক বলেন, ‘আইসিসি আমাদের দাবিকে অযৌক্তিক মনে করছে না বলেই আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাচ্ছে। আমরা এখনও বিশ্বাস করি, আমাদের অবস্থান পুরোপুরি যৌক্তিক।’

এর আগে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে সরে আসছি না। আমরা বিশ্বকাপ খেলতে চাই, আর শ্রীলংকায় সেটা আয়োজন করা অসম্ভব—এমনটা আমরা মনে করি না।’

সব মিলিয়ে আইসিসির প্রতিনিধি দলের ঢাকা সফর বিশ্বকাপ ভেন্যু নিয়ে নতুন মোড় এনে দিতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

news