সাকিব-তামিমদের কোচ হয়ে ২০ ফেব্রুয়ারি ঢাকা আসছেন চন্ডিকা হাথুরুসিংহে

বাংলাদেশ জাতীয় দলের কোচ নিয়োগের সকল আলোচনা- সমালোচনাকে পিছনে ফেলে বিসিবির প্রত্যাশিত হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ২০ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবেন।  সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

২০১৫ সালে বাংলার ক্রিকেটের প্রত্যাবর্তন হয়েছিল এই শ্রীলঙ্কানের  হাত ধরেই। বির্তকিত কারণে পদত্যাগ করে সেবার বাংলাদেশ ত্যাগ করলেও ক্রিকেটের উন্নতিতে তার অবদান সম্পর্কে সবাই অবগত। লিটন-সাকিবদের কড়া শাসনে রাখতে দ্বিতীয় বারের জন্য অভিষেক হচ্ছে চন্ডিকা হাথুরুসিংহের।

৫৪ বছর বয়সী লঙ্কান এই কোচ আগামী দুই বছর টাইগার শিবিরে সাকিব আল হাসান ও তামিম ইকবালদের প্রধান কোচের দায়িত্বে থাকবেন। শুধু হেড কোচের পদ নয়, হাথুরুর সকল আবদার পূরণে ব্যস্ত বিসিবি। নিবার্চক প্যানেলে সম্পূর্ণ অগ্রঅধিকার থাকবে হাথুরুর।

দ্বিতীয়বার বাংলাদেশে এসেই তার প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগামী ১ মার্চ ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।

এনবিএস/ওডে/সি

news