গুগল ডুডলে মহান স্বাধীনতা দিবস


 ২৬ মার্চ বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এবারে গুগলের পক্ষ হতে এটি চালু করা হয়েছে। সার্চ দিলেই ছবিতে গুগলের নামের জায়গায় শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। আর বাংলাদেশ থেকে যে কেউ কোনো কিছু খোঁজার জন্য গুগলে প্রবেশ করলেই বাংলাদেশের পতাকাসংবলিত দৃষ্টিনন্দন ডুডল দেখতে পাবেন।

জাতির ইতিহাসের স্মরণীয় এই দিনে বাঙালী জাতি স্বাধীনতার ডাকে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তি সংগ্রামে। দেশের অধিকার, মায়ের অধিকার রক্ষায় এই দিনে

স্বাধীনতার ডাকে ঝাঁপিয়ে পরেছিলেন বীরের এই জাতি। আর এই দিনটির প্রতি সম্মান জানিয়েই এমন আয়োজন গুগলের।  

গত শনিবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগল এ ডুডলটি চালু করেছে। আর এর ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৩’। আর ক্লিক করার পর আমাদের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সংশ্লিষ্ট ইতিহাস সংবলিত ওয়েবসাইটগুলোও প্রদর্শন করবে।

মূলত বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন, কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল।

এসময় দেখা যায়,  ছবিতে গুগলের নামের জায়গায় শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

এনবিএস/ওডে/সি

news