বেড়েছে রসুন ও পেঁয়াজের দাম

রসুন ও পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। ভাটারা বোটঘাটের সবজি বিক্রেতা মাসুম বলেন, ৪০ টাকার নিচে কোনো সবজি নেই। বৃষ্টির কারণে সবজির দাম একটু বেশি। কারণ, বৃষ্টিতে কাঁচা সবজি পঁচে যায়। টমেটোর বিক্রি হচ্ছে ৬০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপে ৮০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁডস ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, শসা ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুক্রবার তুলনামূলক সবজির দাম একটু বেশি থাকে।

তিনি আরও বলেন, দুই থেকে তিন দিনের ব্যবধানে ২০ টাকা বেড়ে চায়না রসুন বিক্রি হচ্ছে ১৪০ টাকা, ১০ টাকা বেড়ে দেশি রসুন ৫০ টাকা, পেঁয়াজ কেজিতে ১৫ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ভাটারা নতুন বাজারের বাসিন্দা এস এম কামরুল ইসলাম বলেন, প্রতিটি সবজির দাম ঊর্ধ্বমুখী। বাজার করতে এসে আমরা কেউ সুস্থ মেজাজে বাড়ি ফিরতে পারি না। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ক্রেতাদের জিম্মি করে ফেলেছে। যে যার মতো দাম যাচ্ছে।

news