স্বপ্নের পদ্মাসেতু আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করবেন। এ উপলক্ষে শরীয়তপুর জেলায় গৃহীতব্য কর্মসূচী নিয়ে সোমবার বিকেল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলঅ প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসকজ মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যয়ালী বকতব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের কার্যকরী সদস্য ইকবাল হোসেন অপু ,মহিলা আসনের সংসদ সদস্য পারভিন হক সিকদার। এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জেলা  রাজস্¦, সিভিল সার্জন ডাঃ আবদুল্লাহ আল মুরাদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে। এ সভায় উপস্থিত ছিলেন, মুউিপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেয়র, জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষ্ ।

এ সভায় জেলা প্রশাসক বলেন, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু উদ্বোধনের পর জেলা স্টেডিয়ামে তিদিন ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এরমধ্যে ২৫ জুন বিকেলে স্টেডিয়ামে জনসভা  ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৬ জুন সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৭ জুন স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। এখানে দেশবরন্যে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। জেলা প্রশাসন এ অনুষ্ঠান মালার আয়োজন করবে।সকল শ্রেণী পেশার মানুষকে এ অনুষ্ঠানে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

news