নিত্যপ্রয়োজনীয় পণ্যের উর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের অসুবিধা রোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রী কর্মরত পোশাক শ্রমিকদের মাঝে ‘কার্ড’ প্রদান করার বিষয়টি বিবেচনায় নেয়ায় সারাদেশের শ্রমিকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু।

আজ সোমবার (৬ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি এ কৃতজ্ঞতা জানান।

মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস, ইউক্রেন—রাশিয়া যুদ্ধ, জলবায়ু বিপর্যয়সহ বিভিন্ন কারণে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য সীমাহীন ঊর্ধ্বগতির কারণে দেশেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় স্বল্প আয়ের পোশাক শিল্প শ্রমিকদের অবিলম্বে আপদকালীন ১০০% ( শতভাগ) মহার্ঘ্য ভাতা প্রদান ও নিম্ন আয়ের মানুষের নিত্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বিশেষ কার্ড এর ব্যবস্থা করতে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে। পোশাক শ্রমিকদের দীর্ঘদিনের সেই প্রাণের দাবি বিবেচনায় নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শ্রম প্রতিমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

news