চব্বিশের রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আমরণ অনশনে বসেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তারা বিক্ষোভ সমাবেশের পর অনশন শুরু করেন।
আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ তিন দিনের মধ্যে খুনিদের বিচার প্রক্রিয়া শুরু করার সময়সীমা নির্ধারণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘ছয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হয়নি, এমনকি বিচার প্রক্রিয়াও অগ্রগতি পাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘সিরিয়ায় নতুন সরকার ক্ষমতা নেওয়ার তিন দিনের মধ্যে ৩৫ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। অথচ আমাদের দেশে এখনো হত্যাকারীরা বিচার এড়িয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছ থেকে স্পষ্ট ঘোষণা চাই—কতদিনের মধ্যে বিচার শেষ হবে।’
বিক্ষোভস্থলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম মোবাইল ফোনে এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম সরাসরি উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তবে আন্দোলনকারীরা আইন উপদেষ্টার স্পষ্ট ঘোষণা ছাড়া অনশন ভাঙতে অস্বীকৃতি জানিয়েছেন।
সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘যতদিন পর্যন্ত সরকার দৃশ্যমান পদক্ষেপ নেবে না, ততদিন আমরা এখান থেকে উঠবো না। আমাদের শহিদ ভাই-বোনদের আত্মত্যাগের সুবিচার পেতে হবে।’
সরকার দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। পরিস্থিতির আরও আপডেট জানার জন্য আমাদের সঙ্গে থাকুন।"


