রণবীরের নগ্ন ফটোশ্যুট শিশুমনে কুপ্রভাব ফেলবে! মামলা হল কলকাতা হাইকোর্টে

ৎ বলিউড অভিনেতা রণবীরের সিংয়ের (Ranveer Singh) বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)। কিছুদিন আগে ক্যামেরার সামনে নগ্ন হয়েছিলেন রণবীর। তাঁর নেকেড ফটোশ্যুট তোলপাড় ফেলে দিয়েছিল বিনোদনের জগতে। একজন পুরুষের নগ্ন চেহারা প্রশংসিত হচ্ছে কেন, সেই প্রশ্ন তুলেছিলেন অনেকেই। সেই ঘটনায় এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

মামলাটি করেছেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান। রণবীর সিংয়ের নগ্ন ফটোশ্যুটের ছবি পশ্চিমবঙ্গে যাতে বেশি করে ছড়ানো না হয় সে ব্যাপারে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, একজন মহিলা যদি ক্যামেরার সামনে রণবীরের মতো নগ্ন হতেন তাহলে তাঁর দিকে সমাজের তর্জনী ধেয়ে আসত। তবে রণবীরের ফটোশ্যুটকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সকলে।

রণবীরের এই ছবিগুলি সুস্থ সমাজে বিরূপ প্রভাব ফেলবে বলে জানিয়েছেন মামলাকারী। তাই এই ছবিগুলি বাংলায় যাতে ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা করতে হবে, আবেদন তাঁর।

জনস্বার্থ মামলার আবেদনে মামলাকারী যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর টুইটের উল্লেখ করেছেন। রণবীরের ফটোশ্যুটের ছবি দেখার পর টুইটে মিমি প্রশ্ন তুলেছিলেন, রণবীরের জায়গায় একজন মহিলা থাকলে তিনিও কি একইভাবে প্রশংসা পেতেন? নাকি তাঁর বাড়িঘর জ্বালিয়ে, অনবরত তাঁকে খুনের হুমকি দেওয়া হত? প্রশ্ন তুলে দেওয়া হত সেই মহিলার চরিত্র নিয়ে?

কলকাতা হাইকোর্টে রণবীর সিংয়ের নগ্ন ফটোশ্যুটের বিরুদ্ধে দায়ের হওয়া এই জনস্বার্থ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৮ অগস্ট সোমবার।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news