নিদ্রাহীন ৩ দিন, বালেশ্বরের দুর্ঘটনার পর কেমন কেটেছিল রেলমন্ত্রীর প্রতিটি মুহূর্ত?

 শুক্রবার ভারতীয় রেলের ইতিহাসে যাকে বলে ঐতিহাসিক দিন হয়ে রয়ে গেল। শুক্রবার সকালে গোয়া থেকে মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়। সেই অনুষ্ঠানে যোগ দিতে গোয়ায় গিয়েছিলেন রেলমন্ত্রী। তার কয়েকঘণ্টার মধ্যেই সব ওলট-পালট হয়ে গেল। গোয়ায় সকালে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পর সন্ধেবেলা একটু জিরিয়ে নিচ্ছিলেন তিনি। ঠিক সন্ধে সাতটায় বেজে ওঠে তাঁর ফোন।

 ওড়িশার বালাসোরে পর পর তিনটি ট্রেনের সংঘর্ষ। করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ তারপাশের ট্র্যাকে চলা যশোবন্ত পুর এক্সপ্রেসও রেহাই পায়নি। মালগাড়ির বগি ছিটকে গিয়ে পড়ে লাইনচ্যূত যশোবন্তপুর এক্সপ্রেসের ট্রেনও।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news